প্রকাশিত: Fri, Dec 16, 2022 2:10 PM
আপডেট: Sun, Jan 25, 2026 4:33 PM

সন্ত্রাসবাদের জন্য মুসলিম বিশ্বকে দায়ী করা ভুল

ভারত সরকার হিটলার দ্বারা প্রভাবিত: বিলওয়াল

মিহিমা আফরোজ: পাকিস্তানে সন্ত্রাসবাদের ইন্ধনে ভারতের ভূমিকা রয়েছে, এ অভিযোগ করে দিল্লির তীব্র নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ভারত সরকার মহাত্মা গান্ধীর মতাদর্শে বিশ্বাস করে না, বরং তার গুপ্তঘাতকের মতবাদে বিশ্বাসী। ভারত সরকার হিটলারের দ্বারা প্রভাবিত। বৃহস্পতিবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জিও নিউজ

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল দাবি করেন, পাকিস্তানে সন্ত্রাসী তৎপরতা প্রতিবেশী দেশ থেকে সমর্থন পাচ্ছে। বিদেশি চক্রগুলো সক্রিয়ভাবে বেলুচিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। লাহোরের জোহার টাউনে বিস্ফোরণের ঘটনায় ভারতীয় যোগসূত্রতার অকাট্য প্রমাণ আছে। পাকিস্তানে সন্ত্রাসবাদের জন্য দায়ীদের আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।

বিলওয়াল বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান তার অর্জনে গর্বিত। সন্ত্রাস দমনে জাতীয় কর্মপরিকল্পনার ক্ষেত্রে দেশটি দৃঢ় পদক্ষেপ নিয়েছে। সন্ত্রাসে অর্থায়ন রোধে পাকিস্তানের নেওয়া পদক্ষেপের স্বীকৃতি দিয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। 

তিনি আরো বলেন, সন্ত্রাসবাদের জন্য মুসলিম বিশ্বকে দায়ী করা ভুল। সন্ত্রাসবাদের কোনো ধর্ম বা অঞ্চল নেই। ২০০১ সাল থেকে মূলত মুসলিমরাই সন্ত্রাসবাদের লক্ষ্যবস্তু হয়েছেন। করাচিতে চীনের নাগরিকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব